কাব্যানুশীলনে অতনু নন্দী
by
·
Published
· Updated
অনিন্দিতা
অনিন্দিতা তুমি বলতে –
“বৃষ্টির মধ্যেই মৃত কবিদের আড্ডা”
দেখো -দিগন্ত গিলে নিচ্ছে
আমার সদ্য লেখা কবিতার পাণ্ডুলিপি,
কতো কতো কান্না ভেজা বালুচর
দিকভ্রান্ত করে তুলছে আমায়।
কিংশুক মেঠো ধুলি…
সংক্রান্তির নাচ গান..
প্রান্তিক যাপনে অভ্যস্ত আমি
আজও রয়ে গেছি,
হেরে যাওয়া প্রতিযোগীদের দলে!
অনিন্দিতা, তোমার হলুদ কনকচাঁপা ফুলে জমা রয়েছে আমার ইহজন্মের ঘুম।
যে পাখির ঠোঁটে তুমি আমায় প্রথম রোদ্দুর এনে দিয়েছিলে…
তার কোলে খেলে বেড়ায় আমার মাত্রাবৃত্ত,অন্তমিল।
বাউল দুপুরকে তুমি ভরিয়ে তুলেছিলে স্নেহের নিবিড়তায়।
তুমি দেখেছো আমার কবিতারা কেমন ঝড় হয়ে উড়ে যায় মরুভুমির বুকে ,
তুমি তার বুক চিড়ে কুড়িয়ে বেড়িয়েছো
উড়ে যাওয়া পাণ্ডুলিপি ।
ভিজে যাওয়া পাখিটিও ডানা মেলে,
সাঁতরে বেড়ায় উষ্ণতা চেয়ে…
তাই এখনো বুনো
সজারুর আক্রমণ থেকে
বাঁচিয়ে রেখেছো
আমার শরীরের উত্তাপ!
প্রতিষ্ঠা করতে চেয়েছ
বিষন্নতার আঁতুড় ঘরে
এক প্রান্তিক কবির
আত্মজীবনীকে।