T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় অজিতেশ নাগ

বিভ্রম
জলের ধর্ম সে অতলেই ডাকবে। চোখ হলেও শূন্যতার বশবর্তী সব কিছু।
আমি ধর্ম মেনে দু-দশটা অভিশাপ ফেলে দিয়ে গেলাম।
তুমি ঘুম থেকে উঠলে রবীন্দ্রনাথ শুনবে, আমি প্রবাহটুকু বেশ পাচ্ছি।
চোখ তবু শূন্যতার দিকে দশ দশটা আঙুলের অভিশাপ ছড়িয়ে যায়,
হায় মুঢ়, তবুও তুমি শান্ত ভাষায় শান দিয়ে যাও।
আমি ফিরে আসব রুমি নদীটার আশেপাশেই,
একটা একটা করে ফেলে যাওয়া অভিশাপ কুড়িয়ে নিতে।
যে’কটা ফেলে গিয়েছিলাম, ঠিক সে-কটাই ফিরে পেতে চাই।
আর ঠিক তখনই এক আশ্চর্য বিভ্রম সৃষ্টি হলে,
আলগোছে তাকে আড়াল করতে জানি আমি। সে আমারই ভুল ছিল।
কোন অভিশাপই দৃশ্যকল্প নয়।
কোন কিছুই আর তোমার জন্য নয়। না অভিশাপ, না সৌজন্য বিষাদ।
কেন না রাতের শেষ চুম্বন সমাপ্ত হলে তুমি রবীন্দ্রনাথই পড়বে।