T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অনুরাধা মুখার্জী ব্যানার্জী

তব অচিন্ত্য রূপ
দে মা মুখোশ উড়িয়ে,
ত্রিশূল দিয়ে গুড়িয়ে,
নিশ্বাসের এই কষ্টটাকে,
দে মা তুই সরিয়ে,
শিউলি ফুলের সুবাস কেনো,
নাই বা যদি ঘ্রাণে পাই,
মুখ যদি তোর নাই বা দেখি,
তোর কি কিছু আসে যায়??
কেনো মা গো আকাশ মেঘে
শরৎ রঙের ছবি আঁকা,
তুই মাগো কর অশুভ বিনাশ,ত্রিশূল যতই হোক না বাঁকা,
দে মা গো তুই আজ দেখা, হেরি “তব অচিন্ত্য রূপ”
নাশ কর মা গো যত রোগ জরা,আর হিংসে নিন্দা,সমালোচনা,
বিনষ্ট কর একপেশে যত অবহেলা আর অবমাননা,
কর মা গো তুই অশুভের বিনাশ,
কর মা গো যত সমাজের অসুখ নিধন,
ফিরিয়ে দে মা যাবার পথে মিষ্ট ভাসী সেই আলাপন।
ফিরিয়ে দে মা শান্তি সুধা,যেগুলো মুক্তি খোঁজে,
সকল কে দে বোধ বুদ্ধি,যেন রিল রিয়েল এর বিভেদ বোঝে।।
সকল কে দে শুভ চিন্তা ,জ্ঞান দে মা তুই আঁচল ভরে,
শুভ বুদ্ধি তাদের ও দিও যারা আপন হয়েও ছুড়ি মারে।
“তব অচিন্ত্য রূপ,তব মোহিনী দৃষ্টি,”
জগতের শুভার্থে হোক নব কোনো শুভ সৃষ্টি।।