দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

প্রকৃত বন্ধু
স্বপ্ন আর জীবন দুই বন্ধু
একই সুতোয় বাঁধা
কখন আসবে কখন যাবে
সবটাই লাগে ধাঁধা।
স্বপ্ন চলে যেতেই পারে ইচ্ছে
মতোই রাতের শেষে,
প্রকৃত বন্ধুরা যায়না কোথাও
ভুলেই গিয়ে হেসে।
বন্ধু হলে জীবন পন করে
বন্ধুর পাশেই থাকে
প্রকৃত বন্ধুরা বন্ধুর মান
সবটা ঠিক রাখে।
স্বপ্ন আসে যাবার জন্য তার
খুশিটি ঠিক রেখে
নিজের মতোই উবেই যায়
চোখটি ঢেকে রেখে।