দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

পুজো দেবো জাঁকিয়ে
বকুল তুমি ফুটবে বলে
ছন্দ মেলাই প্রাণে,
তোমায় ভালো বাসবো বলে
ছন্দ জাগুক গানে।
তোমার ভালে বাসা পেয়ে
নবীন ছন্দ মনেতে,
তোমার সোরৌভ জাগাবে
সবার সুন্দর হীতে।
তোমার ফোটার আশায়
সবাই আছি তাকিয়ে,
সত্ত্বর ফুটলে পরে তুমি
পুজো দেবো জাঁকিয়ে।
বকুল তুমি ফুটবে বলে
ছন্দ মেলাই প্রাণে,
তোমার কথা ভেবেই আজ
আপ্লুত ছন্দে গানে।