অনুগদ্যে অমিত মুখোপাধ্যায়

এই তো জীবন
আর যে কদিন বাঁচবো, হিসেব গুলিয়ে দিয়ে বাঁচবো। না হলে জীবন বড় সহজ সরল অঙ্ক হয়ে যায়। আমি জানি, জীবন মানে ধুলো মাটি। প্রতি মুহূর্তে ক্ষয় হয়। বদলে যায় আকার প্রকার। তবু এই জীবনটাকেই নিজের মতো করে বেঁচে নেওয়ার চেষ্টা করি। নিজের মতো বাঁচা মানে শুধু নিজের জন্য বাঁচা নয়। অন্যকেও জড়িয়ে নিয়ে বাঁচা। আর সেখানেই থেকে যাচ্ছে ফাঁক। নিজের মতো করে তো বাঁচছি, কারও জন্য কি বাঁচতে পারলাম? চেষ্টা করি এই টুকুই। জীবনের আঁকে বাঁকে কত মুখের সঙ্গে দেখা। পরিবার পরিজন, বন্ধুর বাইরেও কত সহস্র মুখের সঙ্গে দেখা হল। সেই সব মুখের পিছনে আছে কত বিচিত্র জীবন৷ সেই সব মুখের মিছিলেই মিশে যায় নিজের মুখ। আমিও হাঁটতে থাকি জীবনের পথে বিপথে। কিন্তু হিসেব মেলেনি কোনও দিন। তাই আর হিসেব করি না। যেমন হিসেব নেই রোদ্দুর, বাতাস, ঘ্রাণ বা মন কেমনের। এই সকালে কামনা করি সবার জীবনে ঢুকে পড়ুক হিসেব গুলিয়ে দেওয়ার ইচ্ছে। জীবন হোক অকৃত্রিম, একটু বেপরোয়া। উপচে পড়ুক খুশি।