অনুগদ্যে অমিত মুখোপাধ্যায়

পরাজয়
চূড়ান্ত সত্য নয়। সত্য শুধু কাঙ্ক্ষিতের কাছে পৌঁছানোর জন্য অবিরাম প্রয়াস। পরাজয়ের থেকে বেশি সত্য কচি কলা পাতায় চিকন রোদ্দুর। হেরে যাওয়ার থেকে বেশি সত্য ঘাসের ডগায় বৃষ্টির জলকণা কিম্বা শিশির বিন্দু। পরাজয়ের থেকে বেশি সত্য নদীর কাদায় মাছপোকার বুকে হাঁটা। পরাজয়ের থেকে বেশি সত্য টাটকা কাঁকরোলের কাঁটা বা ঢ্যাঁড়সের গায়ের রোম। হেরে যাওয়া অনেক সত্যর একটা সত্য। পরাজয়ের থেকে প্রবল সত্য একশো দিনের কাজের প্রকল্পে মাটি কোপানো যুবকের ফুলে ওঠা মাংশপেশী। পরাজয়ের থেকে অনেক বেশি সত্য মোটা চালের ভাত আর মাছের ঝোলের গন্ধ। হেরে যাওয়ার থেকে প্রবল সত্য আকাঙ্ক্ষিত নারী বা পুরুষের নাকের পাটায় জমে ওঠা ঘাম। পরাজয়ের থেকে বেশি সত্যি বছর কুড়ি আগে বিবাহ বিচ্ছিন্ন দম্পতির পুনর্মিলন। পরাজয়ের থেকে বেশি সত্যি একলা মায়ের লড়াই। আসলে পরাজয়, হতাশা, মৃত্যু কোনওটাই চূড়ান্ত সত্য নয়। মৃত্যুর থেকে অনেক শক্তিশালী বেঁচে থাকার প্রবহমান ধারা, জিতে নেওয়ার অবিরত প্রয়াস, হারতে হারতেও না হারার আশা। হ্যাঁ, আশার অন্য নাম জীবন। আজ সকাল হল জামশেদপুরের প্রান্তে ঘোড়াবান্ধার বন বিশ্রামাগারে। এ এমন এক জায়গা, যেখানে শহর এসে হাত ধরেছে গাঁয়ের। এখানে লোক দেবতা হিসেবে পূজিত হয় ঘোড়ার মূর্তি। এই ঘোড়াবান্ধার আকাশ তলে দাঁড়িয়ে প্রার্থনা করি, ধ্বনিত হোক ব্যর্থতা, হতাশা, পরাজয়ের ভয় পেরিয়ে বেঁচে থাকার গান।