কবিতায় অনুরাধা মণ্ডল

কলমকারি
এখনই সময়
যখন আর কোনো জারিজুরি নেই
শুরুতেই কাহিনী খতম
চাঁদ জোড়া গোটাটাই কলঙ্ক দাগ
অন্ধকারে অবশিষ্ট নেই
আর কোনো মেঘছায়া খেলা
এখনই সময়
লুকোনো তাস বের করে
দেখাও
অতঃপর
কী আছে তোমার হাতে
অন্ধ তুষার ঝড় …
বোবা কালা ট্রিলিয়ন গ্রোথ
নাকি
একফালি রোদ…
রোগা এক সুলেখা কালির কলম !