কবিতায় অনুপ মণ্ডল

।। নয় দশকের কবি ।। ৮এর দশক থেকে কবিতায় মেতে থাকলেও ৯এর দশক থেকে "এই সহস্রধারা"পত্রিকাকে ঘিরেই স্বাতন্ত্র বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কবিতা চর্চার শুরু।বর্তমানে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব জেলার প্রতিনিধি স্থানীয় পত্রিকাগুলোতে লেখা প্রকাশিত হয়।বাণিজ‍্যিক পত্রিকার মধ‍্যে একমাত্র "দেশ"পত্রিকাতেই বারকয়েক লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাব‍্যগ্রন্থ:-- ১)চাঁদমোহনের পাথর,২)অন‍্যান‍্য ও শৃগালতান্ত্রিকতা, ৩)আমার বিভ্রান্তিকর আত্মহত‍্যাসমূহ,৪)বেদনার অলীকতন্ত্র,৫)সাদা পাথরের স্নান

ফিরে যাচ্ছ তুমিও

ভেতরেভেতরে অভিমান রাঙা হয়ে উঠছিল,অতীত মজুত ছিল
কালো কয়লায়।কালো যা কিছু করণীয় তা’সবই খনিজ
দুলতেদুলতে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অন্তরে ধ্বনিত হচ্ছিল আর
বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল কয়েকটা অসমরেখ ঝড়
চৌকাঠে নিভুনিভু প্রদীপ;কারা যেন আধুনিক অস্ত্রশস্ত্র হাতে পেয়ে
যুদ্ধযুদ্ধ খেলায় মেতে উঠেছে
উড়োজাহাজের ভাঙা ডানা কুড়িয়ে পেয়েছে একজন প্রান্তিক চাষি
পাখি ভেবে যে বস্তুকে এইমাত্র ওরা গুলি করে নামিয়ে আনলো
বস্তুগত প্রাণ,উড়িয়ে দেওয়া তোমার ছিন্ন ব্রা
এই নিয়ে তৃতীয় বারের জন‍্য তোমার স্তনদুটো মুচকি হেসে
হলুদ পাতায় ক’ফোঁটা দুঃখ রেখে ফিরে গেল
যুদ্ধ শেষে নারীর মূল‍্যায়নে কিছু একটা হেরফের হলেও হতে পারে
জাগরূক থাকতে পারে ঊরুসন্ধির চৈতন‍্যভূমে বন্ধ‍্যা দেবদারু অথবা
উজ্জ্বলতা না কমলেও ধাতুর মূল‍্যমান নেমে যেতে পারে তলানিতে
হয়তো দেখব,যুদ্ধভূমি থেকে খড়কুটো ঠোঁটে নিয়ে ফিরে যাচ্ছ তুমিও
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।