ক্যাফে কাব্যে অমিতা মজুমদার

রায়
বসেছে বিচার সভা মহামান্য আদালত, করেছে সমন জারি
সূর্যের উপর।
কেন সে ফেলছে রশ্মি সমান,
হিন্দুর উঠান আর মুসলমানের আঙ্গিনায়।
আছে আসামী আরও তালিকায়,
নদী ও বর্ষাধারা কেন করে না ভেদাভেদ হিন্দু মুসলিম এলাকায়।
গাছের ফল ক্ষেতের ফসল কেন সমান ফলে,
দু’জনের ক্ষেতে।
এমন কী রহিম শেখের দুধেল গাই
আর হরিহরের ষাঁড়,
মেলামেশা করে নির্লজ্জের মতো।
মহামান্য বিচারকের চোখ বাঁধা শক্ত কালো কাপড়ে,
এতটুকু আলো পড়ার অবকাশ নেই
বিচারের রায়ে।
কিন্তু বিধি-বাম ;
নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই মানুষের অভিধানে,
তাই রায় বদলে যায় দিন ও রাতের চক্রাবর্তে।
গড়ে ওঠে সাম্প্রদায়িকতার অনড় বিবেধ প্রাচীর,
প্রকৃতিকে রুখতে না পারলেও তার স্বাভাবিক প্রবহমানতাকে করে বাধাগ্রস্ত।