T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অনিন্দিতা মিত্র

বিদায়ী মেঘ এবং কবিতার বারমাস্যা
বিদায়ী মেঘের ললাটপুঞ্জে অস্তরাগের কোমল বলিরেখা। ঝুলন্ত সাঁকোর তামাটে শরীরের খাঁজে অবক্ষয়ের প্রত্নচিহ্ন, জ্বরের ঘোরে ডাক দিয়ে যায় অতীত, পড়ন্ত রোদের গালে মাধবীলতার নিপুণ নকশা আঁকে শুঁয়োপোকারদল, আদিম খোলসের পক্ষপুট ছেড়ে একদিন উড়ে যাবে রঙবেরঙের প্রজাপতি হয়ে। আলোছায়ার মিলন সন্ধিক্ষণে ঝাঁক ঝাঁক নক্ষত্রফুল কবিতা হয়ে নেমে আসে তোমার ট্যাবের ফাইলে, অনন্ত শূন্যের উঠোনে হাতড়ে ফেরো ভালোবাসার চাবি।