T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অভিজিৎ মান্না

পারাপারি
নতুন করে হাসতে পারি
কালো মেঘে হিসাব করি
বাগান তলে বসতে গিয়ে
ঝড়ের রাতে একটু ডরি।
বৃষ্টি ভেঙে চলতে পারি
গাছের ছায়ায় চলতে গিয়ে
বইছে কেমন ধীরে ধীরে
তেমন করেই মরা নদী
গোলাপ ঘ্রান নিতে পারি
বিকট সুরে জারি জুরি
বসন্তের গান শুনতে গিয়ে
গানের সুরে ভাসাই তরী ।