T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় অমিত মজুমদার

উপসংহার বদলায় না
আরও অনেক রাবণ আছে
কাকে ছেড়ে করবে কাকে আদর ?
এখন সময় পাল্টে গেছে
সব রাবণই রাখছে পোষা বাঁদর।
হিসেব কিছু উল্টেপাল্টে
লঙ্কা জুড়ে ফুটছে দামের বাহার
সবজিগুলো খামখেয়ালি
রামের লড়াই সহজ হবে না আর।
আগুল লাগলে শহর পোড়ে
কিন্তু তাতেও খাদ রয়েছে প্রচুর
জলের ঝাঁঝে কামান চললে
দাম বেড়ে যায় আদার সঙ্গে কচুর।
আদা এবং কাঁচকলাতে
একই সাথে মাতিয়ে রাখে বাড়ি
সুযোগ বুঝে লুকিয়ে ফেলে
যুদ্ধকালীন সিদ্ধ হওয়ার হাঁড়ি।
এই যে দেখো হাঁড়ির ভেতর
অনেক রকম দল রয়েছে টিকে
এদের ভেতর লড়াই দেখেই
সব জামারই রঙ হয়েছে ফিকে।
এবার তুমি কাদের দলে ?
বাজারদরে আমরা ভালোই থাকি
কিন্তু একটু টুইস্ট আছে
গল্পে সীতার পাতালপ্রবেশ বাকি।