|| বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ || লিখেছেন আল্পনা মিত্র

বিবেকের আনন্দ
দূরে শ্বাপদের চিৎকার শুনে
ভীত পথিক রাতের নীরবতা ভেঙে
গেয়ে ওঠে বিরহের গান –
এক নতুন সূর্যের আশায়
যুগ-যন্ত্রনার রাত কখন হবে প্রভাত
পথিকের পথে পথে জেগে থাকে রাত।
হঠাৎ দ্যেখে সীমান্তে সিঁদুরের রেখা!
ভাবে, আসছে বুঝি প্রভাত প্রিয়তমা
দীর্ঘ ওম পাবে, মনে জাগে আশ –
হায়! সে তো হলো মরিচীকা
দ্বি-প্রহরের দগ্ধ মন্থনে
মুখে, ছুয়ে চলে গেলো হতাসার তীব্র বাস –
অবশ শরীর কাঁদে
অনাদরে কঠোর তাপে
মর্ম্ম পীড়া ঘুম আনে তার।
ওহে বন্ধু! এক রাশ কবিতা লিখি যা শুধুই মতিভ্রমে ভরা
নেই কি কোথাও দুটি জ্ঞানের নয়ন শিখা!
সুপ্ত হৃদয়ে জাগাও না আর একবার আশা।
এখনো দেখো !কোথাও কারো প্রান কেঁদে ওঠে বলে –
“বিশ্বহবে হবে প্রেমময়
তোমার সম্মুখেই ক্ষুদার্থ ঈশ্বর,আর কোথাও সে নয়
জীবে প্রেম করে যে জন সেই ঈশ্বরের দর্শন পায়”।