কাব্য কথায় অভিনন্দন মাইতি

আরশিতে এতো ধূলো!

আরশিতে জমেছে এতো ধূলো!
ছাঁদ ঝাড়ে, ঝুল ঝাড়ে
তবু মোছে না আরশি।
অন্ধ ধূলো জমে জমে পাহাড় চূড়ো!
আরশিতে জমে কেবলই ধূলো-বালির বার্খান…
পাছে দ‍্যাখা যায় মুখ
ভয়ে সরায় না ধূলি চাঙড়।
আঁধি বড় ছোঁয়াচে
ছড়িয়ে যায় দর্পণ থেকে দর্পণে।
আরশিতে জমেছে এতো ধূলো
বাহির জমকালো-ঝলোমলো!
ধূলোর ক্ষুর কেবলই কাটে কাঁচ…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।