ক্যাফে হইচই কাব্যে আবুল খায়ের নূর

ক্ষুধার মানিক
পিষে যারে ক্ষুধার মানিক
সবুজ ধরা তলে,
দেখি কি হায়! তারে মোরা
আদর সোহাগ ছলে!
সহায়হীনে স্বার্থ বিনে
নেক নজরে দেখো ,
হাত বাড়িয়ে তার কুটিরে
দানের অংক লিখো।
অনেক কড়ি যায় হারিয়ে
জীবন চলার পথে,
অনাথ দুখি নয়তো সুখি
দুঃখ তাহার সাথে।
সঞ্চয় হতে কিঞ্চিত হলেও
মুক্ত হস্তে দান,
তোমার দানে একটু হলেও
সহায় পাবে প্রাণ।