কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

লাঙল
লাঙল ফলায় তুলে আনতো
সোনালি সব ফসল,
কৃত্রিমতা,সহজিয়ার,ধুমদাম
নাইবা ছিলো নকল।
কৃষাণ মজুর মাঠে যেতো
লাঙল জোয়াল কাঁদে,
পানতা খেয়ে যেতো সকাল
ফিরতো দূপুর বাদে।
কেউবা আবার পানতা নিয়ে
যেতো চাষের খেতে,
আইলে খেতো আয়েশ করে
পিঁয়াজ লঙ্কার সাথে।
নেংটি পড়ে, গামছা বেঁধে
টানতো হুক্কা বসে,
ছাড়ার আগে লম্বা দমে
সুকটান দিতো কসে।
আউস আমন পাটের চাষ
ছিলো প্রধান ফসল,
উজান বন্যায় খেয়ে যেতো
অকাল বিষম দকল।
লাঙল গেলো,গরুও কমলো
কিষাণ হারালো গরব,
কলের চাষ,রোপার আবাদ
বসলো ঝেঁকে সরব।