কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

কোথাও কেও নেই

মৃত‍্যু ভয় এতটাই বিষাদ আতঙ্ক

আপন জনও ভুলে যায়

চোখ মেলে দেখো

করোনার নির্মম সেই চোখ

।নিষ্ঠুর দাবানল,

যাকে ছোবল মেরেছে

নির্মম একাকিত্বের অন্ধকার চাদরে

বন্দি দশা; তারপর মৃত্যু ছায়া

তাকে করে আলিঙ্গন।

আপন জনও সরে যায় দূরে

আপন প্রীতি, সুতো কেটে করে ছিন্ন

কাছে এলেই যদি- তাকে

জেঁকে বসে মরণ কামড়

অকালে যে, ঝরে যাবে প্রাণ;

অবনির এ ছায়া মিছে

নিছক মায়া

দৃষ্টি মেলে দেখো

চারপাশ শূন্য শুনশান

নির্জন দ্বীপবাসি,কোথাও কেও নেই।

বাঁচার আকুতি যখন নিরুপায় –

নিথর দেহে যখন ওষ্ঠাগত প্রাণ,

ঢলে পড়ে, শেষ বিকেলে –

গোধূলি মেঘের আঁড়ে;

হারিয়ে যায় আলো ঝলমল ভুবন

নিগূঢ় নিকষ অন্ধকারে ।

হতাশ করে বাঁচার আকুতি

প্রিয়জন প্রাণ থাকতেই ছেড়ে দেয় মাটির কোলে

ভুলে যায় মোহ, ছাড়ে মুক্তির নিঃশ্বাস।

Spread the love

You may also like...

error: Content is protected !!