T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় আবুল খায়ের নূর

বৈশাখ
নিকষ কালো আঁধার রাতে
জোনাক ঝিলিক বাতি,
যোগ হয়েছে ঝিঝির ডাকে
কাঠ ফাঁটা ঐ রাতি।
ধমকা হাওয়ায় আকাশ যেন
জানান দিচ্ছে আজ,
সরব গরব উত্তাল নাচে
কাল বৈশাখি সাঁঝ।
ভয়ের রেখা হানছে আঘাত
দুরু দুরু বুকে,
বায়ু স্রোতে পিষবে ধরা
কে দিবে রুখে?
প্রবল বেগে যখন তখন
বইছে বিষম ঝড়,
এ যেন এক মহাপ্রলয়
কাপছে থর থর।
ঘুপচি গলির পরশি বাড়ি
গেল বছর পিষে,
ঘুর্ণিঘাতে দলে পিষে
মাটিতে যায় মিশে।
বছর বছর আসছে ফিরে
ভয়ংকর সে সাঁঝ,
বৈশাখ এলেই মাথায় চাপে
দুষ্ট ভয়ের বাজ।