কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও মোর সেই
শৈশব কৈশোর বেলা,
যেখানে হেসে খেলে উল্লাসে
কেটেছে আনন্দ মেলা।
হয়নি নাওয়া খাওয়া সকাল দুপুর
হৈচৈ দুরন্ত উল্লাসে আনন্দকেই
যতনে করেছি তালাশ,,
জড়িয়েছি মিছেমিছি দারুণ বিবাদে
মিশে গিয়ে আবার দিয়েছি পলাশ।
ধূলিমাখা গায়ে, লুটিয়ে পড়েছি পায়ে
মায়ের দারুণ বকুনিতে,
উদাস হাওয়ায় শ্মশাণে আবার দেখেছি
উড়াউড়ি লোভাতুর ঐ শকুনিতে।
ঠেলে ঠেলে সেই সব দিন,চলেছে আজ
জীবনের বাঁকে, ধাপে ধাপে বহুদূর,
জীর্ণশীর্ণ দেহে গুনপোকাদের শক্ত দখল
অজানার টানে আজি বাজে কোন্ সুর!