কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

জাগরণ
কৃষ্ণ ধবল জনারণ্যে আজি, জাগাও জাগরণ
আঁধার কালো ছায়ায় বসে থাকবি আমরণ?
চিমটি কেটে ফিনকি এঁটে জাগো সবে উল্লাসে
তরণী তোর ভাসাও জলে,শান্তির তরে তল্লাসে।
শর্বরীর ঐ কুসুম বাগে থাকিস কেন অনুরাগে
প্রতিবাদের মশাল জ্বেলে,দাওনা মলম ক্ষতদাগে।
ভিত্তি নেড়ে চিৎ করে দাও,জলঘোলা ঐ গাঙে
জয়ধ্বণিতে দেসনা ঝাঁকি, ঘুম যেন তার ভাঙে।
নরমে গরল আর কতকাল! ধুকবি মরণ পথে
ছাড়বি যত হারবি তত,ফিরবে তারা বজ্র রথে।
আঁধার পথেই সখ্য যে তার,খুঁজে বেড়ায় সুখ
হাত বদলের নেশার ঘোরে, বাড়ায় অন্যের দুখ।
মানব জনম সার্থক হবে,যদি শান্তির পরশ ফিরে
মিটবে ক্ষুধা রবে সুধা গুচবে দুঃখ,দুখির জীবন ঘিরে।