সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৮
বিষয় – বাইশে শ্রাবণ / প্রকৃত স্বাধীনতা / শ্রাবণ ধারা
স্বাধীনতার পঁচাত্তরতম বছরে
অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ ব্রিটিশ শাসনে
সারা ভারত গর্জে উঠেছিল মুক্তির আন্দোলনে।
নির্বিচারে চলেছিল গুলি সেই অহিংস মিছিলে
তেরঙ্গা হাতে এগিয়েছিল মানুষ প্রাণের মায়া ভুলে।
কত বিপ্লবী হাসিমুখে মৃত্যুকে করেছেন বরণ
কত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন।
স্বাধীন ভারত করল আজ পঁচাত্তরে পদার্পণ
সত্যিই কি সুখে আছে এই দেশের জনগণ?
সেদিন যারা করেছিল ব্রিটিশদের তাঁবেদারি
আজও তারা বিদ্যমান, করছে খবরদারি।
জাতপাত, ধর্ম নিয়ে এখনো চলছে খেলা
এখনো সবাই পায়না খেতে দুমুঠো দুবেলা।
শিক্ষার কোন দাম নেই যতই থাকুক যোগ্যতা
স্বাধীন দেশে জন্মেও নেই মতপ্রকাশের স্বাধীনতা।
স্বার্থপর লোকেদের হাতে দেশের রাজনীতি
ফুলে ফেঁপে কয়েকদিনেই হচ্ছে কোটিপতি।
দারিদ্র্য আর অশিক্ষার সুযোগ হাতিয়ার করে
নির্বাচনে জিতছে তারা শুধুই টাকার জোরে।
স্বাধীন দেশে সবার নেই সমান অধিকার
সবাই কি হতে পারে সরকারের তাঁবেদার?
লুঠেপুটে খাচ্ছে কেউ তেরঙ্গা ব্যবহার করে
স্বাধীনতার সব স্বাদ তারাই ভোগ করে।
স্বাধীন দেশের স্বপ্ন যারা দেখেছিলেন চোখে
শত অত্যাচার সহ্য করেছিলেন হাসিমুখে।
তাঁদের সেই স্বপ্ন কবে পূরণ হবে আর?
দেখতে দেখতে পঁচাত্তর বছর হয়ে গেল পার!
কবে হবে সবার জন্য শিক্ষা, অন্ন, স্বাস্থ্য, বাসস্থান?
হাসিমুখে সবাই বলতে পারব, “মেরা ভারত মহান”।