কবিতায় অর্চনকৃষ্ণ মিত্র

মহামারী
বহুকাল পূর্বে, মহামারী আক্রান্ত বঙ্গভূমির প্রতিচ্ছবি,
মৃত্যুর তালিকায় পরিস্ফুট, শুধুই অসহায় পরিত্যক্ত মানুষের পরিস্থিতি,
তাদের শেষ নিঃশ্বাস, ইতিহাসের জীর্ণ পাতায় অঙ্কিত,
দীর্ঘকাল পরেও, আজ প্রগতির আবির্ভাবে,
এই পুরোনো হিসেব বদলাইনিতো!
ক্ষুধার জ্বালা মেটাতে ভাতের ফ্যান, রাস্তার মাঝে কাঁধে বস্তা, “মা, কিছু ভিক্ষা দ্যান”,
দিবারাত্র ক্রন্দন নিরুদ্দেশ, যখন টালি ফেটে বৃষ্টির প্রবেশ,
সময় সাক্ষী, সময় হিসেব,
এই দারিদ্রের বহুরূপী ছদ্মবেশ।
স্বাধীনতার পরে বিরাজমান গণতান্ত্রিক রাজনীতি,
নামহীন ক্ষুদ্র সমষ্টিগুলির, নালিশের উড়োচিঠি,
নিখোঁজ, রক্ত চিত্রে প্রস্ফুটিত অবিচ্ছিন্ন আকাশে,
অবহেলার ধাক্কায় জর্জরিত হয়ে, যার অস্তিত্ব আজ ফ্যাকাশে।
সমাজসেবা অজুহাত মাত্র, প্রধান লক্ষ্য অসীম ক্ষমতা,
ভ্রষ্টাচারের পথ ধরে, সহজ সরল নগণ্য মৃতদেহ গুলোর শ্মশানযাত্রা,
হে শাসকবর্গ, মানবতা, সমাজ, আধুনিকতা, কর্মফল,
এত কিছুর পরেও তোমরা, খুঁজে পাওনি আলকাতরা?
আমফান কোরোনা জল ভাত তাদের কাছে,
যারা প্রতিদিন জল ও ভাতের অভাবে পচে মরে।