সাতে পাঁচে কবিতায় অজিত কুমার জানা

চলার পথ
পুরনো কাসুন্দি হজম করেই,
লাল গোলাপ হাতে তুলেছি।
দূষিত আর্বজনা বুকে গঙ্গা,
গ্যাসের উনুনে সেঁকে নিই বিশ্বাস।
সন্দেহ মুখে চওড়া বিপুল স্বীকৃতি,
সঙ্কটের মহীরূহ ভালবাসায় কেটে,
নিজেকে সার্বজনীন করেছি তোমার ভিতরে।
আগুন তো স্বদেশ,
পুড়িয়ে শুদ্ধ করে দেব,
মানচিত্র আর সবুজ প্রকৃতি।
দক্ষ সাঁতারু হবে,
সোজা রেখো চলার পথ।