কবিতায় পদ্মা-যমুনা তে আলমগীর কবীর হৃদয়

কবিতা আসবেই

নীল, তুমি বললে-
আজকাল কবিতা লিখতে পারছো না?
কবিতার আবেদন গুলো
শব্দ জমাটবদ্ধ হয়ে করছে না খেলা।
আচ্ছা নীল,ভেবে দ্যাখো তো-
তোমার জীবনে কোন কবিতা ধরা দিয়েছে নাকি?
-কেন বলছো এমন কথা,বলো তো কাব্য?
নীল,তবে শোন -কবিতা কি জানো?
-জানবো না কেন?সুন্দরতার প্রকাশ ই কবিতা…
অলিখিত ব্যথার গোপন কথাগুলো কবিতা…
যে কথা কেউ উচ্চারণ করতে পারে না
সেটাই অসীম সাহসের সাথে নিঃশ্ব সংকোচে
বলে ফেলার নাম-ই কবিতা…
আচ্ছা কাব্য, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন?
-নীল, এবার ভেবে দ্যাখো তো-
এমন কি কোন সুন্দরতা তোমাকে ছুঁয়ে গেছে?
যা তোমার মনোমন্দিরের আকাঙ্খা ছিলো…
তুমি এমন কি, কোন প্রিয় মানুষ কে পেয়েছো
যাকে অবলীলায় বলতে পারছো
মনের জমাটবদ্ধ ব্যথার কথাগুলো?
তোমার প্রতিবাদের ঝাঁঝালো যে কন্ঠস্বরকে
নির্বাসনে পাঠিয়ে বলেছিলে এবার ক্ষান্ত হও
সময় যে বড় অসময় এখন
আগে বাঁচো তারপর না প্রতিবাদ করো…
সেই প্রতিবাদী ভাষা প্রকাশের যোগ্য
একজন সঙ্গী পেয়ে গেছো কি?
-কাব্য,এতটা ভাবলে কি করে বলো তো?
আমি সত্যি সত্যিই
এমন একজন কে পেয়েছি
যার সাথে তোমার বলা উপরের কথাগুলো
পূঙ্খানুপুঙ্খ মিলে যায়…
-নীল, সেজন্যই তোমার ডায়েরির কবিতা
ক্ষণকালের ছুটি নিয়েছে…
ভেবো না, জীবন ও প্রকৃতি বৈচিত্র্যময়
শুধু বৈচিত্র্যময় ই নয় রহস্যময়
তোমার কবিতা ফিরবে আবারও ফিরবে
কবিতা কে যে ফিরতেই হয়
সময়ের প্রয়োজনে
মূখর প্রতিবাদে অথবা ভালোবাসার গোলাপ হাতে
বায়ান্নর ভাষা আন্দোলন
একাত্তরের স্বাধীনতা
৭ মার্চের মুক্তির আহবানের শব্দে
কবিতা ফিরে ফিরে আসে, কবিতা আসবে।
কবিতা কে আসতেই হবে, ভেবো না তুমি…
কবিতা আসবে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।