কবিতায় অরুণ কুমার চক্রবর্তী

সাবালিকা হও তুমি, মেঘ
শব্দশব্দেরা চিরকাল এতোই মহিমাময়,
তাহাদের নিয়ে চরম আদিখ্যেতায় লোফালুফি খেলে কবি, কোথা থেকে কোথায় হুস উড়ে যাবে, কেউ জানে না, কবিও জানে না,
পাঠকের চোখে বর্তীকা বিস্ময়….
আবেগেই শুধু ভেসে যাওয়া নয়,
পায়ের নিচে কামার্ত
পৃথিবী, বালিকা মেঘ কী করে বৃষ্টি দেবে,
সাবালিকা মেঘে আস্তা রাখতে পারি, নইলে শুধু খরার জন্ম হবে, সাবালিকা মেঘ আসুক আকাশ ছেয়ে সুখ, উড়ো বাতাসের পথ ধরে এসো প্রিয় মুখ,
ওগো আমাদের জলৎসবের মেয়ে, ক্ষুধার্ত মাটি মিথুন হেসে,
আধখানা বীজ দিয়ে দিক ভালোবেসে,
আহা, পূর্ণ্যতা হয়ে ওঠো, জ্বলে ওঠো উল্লাসে…..