হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

স্বাধীনতার কথা
ছোট্ট বন্ধুরা জান কি তোমরা স্বাধীনতার কত কথা
কত শহীদের প্রাণ বলিদানে আমাদের স্বাধীনতা।
জাতীয় পতাকা উত্তোলন
দেশাত্মবোধক গানে
দেশমাতৃকার বন্দনা করো স্বাধীনতা দিবসে।
রত্নগর্ভা ভারতমাতার বীর সন্তান
যাঁরা
দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা।
সূর্য সেন, বাঘাযতীন, বিনয়,
বাদল, দীনেশ
দেশবন্ধু,নেতাজী,বিবেকের আদর্শের এই দেশ।
রবিঠাকুর,নজরুল,রজনীকান্তর গানে
দেশভক্তির পেয়েছি প্রমাণ তাঁদের রচনাতে।
কবিগুরুর জাতীয় সঙ্গীত জনগণমণ গানে
সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলি এক পতাকার নীচে।
তোমরা দেশের ভবিষ্যত,দেশকে সুন্দর করে
গড়বে তোমরা এই মহাদেশ সেরার সেরা করে।
ধর্ম, জাতি ভেদাভেদ ভুলে
শপথ নাও সকলে মিলে।
শহীদের রক্ত যেন কখনও বিফলে নাহি যায়
একতা,ভ্রাতৃত্বে অটুট থাকব মোদের চেতনায়।