হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

প্রশ্ন
মাগো এমন মধুর হাসি তোমার
মুখে দেখে
সব দুঃখ কষ্ট আমি যাই যে
কেমনে ভুলে।
নানা রঙের ফুলের বাহার কেমন
করে হয়
পাতার রঙ সবুজ কেন ফুলের মতো নয়?
বিচিত্র ফুলের বৈচিত্র্য
গন্ধ, ভরা এই প্রকৃতিতে
কেমন করে হলো এমন কোন সে জাদু বলে।
টক,মিষ্টি কতো স্বাদে বিশ্বের ফল বাগান
বলো না মাগো সকলই কি
ঈশ্বরের অবদান।
কেমন করে কোকিল,ময়না,
চন্দনা,বুলবুলি
কত না ছন্দে,সুরে আনন্দে
ভরায় ভুবনখানি।
কোকিল গুরুর কাছে কি তারা নিয়েছে
সুরের দীক্ষা
জানলে আমায় বলে দিও করবো অপেক্ষা।