কাব্যানুশীলনে অর্ণব কর্মকার by · Published June 30, 2021 · Updated June 30, 2021 নৌকাটি… নৌকাটি কাঁদছে অথচ তার গায়ে কোনো উত্তেজনা লেখা নেই তবুও যেটুকু আঁচল আছে সেটুকুও তুলে নেয় সম্বল সুন্দরবন…! গাছে-গাছে কারা যেন লিখে রাখে আলেখ্য — কল্পনার অথচ জল ঘোলাটে বিষণ্ণতা…! সমস্ত নদীবাঁধজুড়ে যাদের হাতের ছাপ— তারা অনেকেই আর নেই! দাঁড়িয়ে রয়েছে কেবল দুটি শিশু… ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 তৃষ্ণা বসাকের সাক্ষাৎকার নিয়েছেন বিপ্লব গঙ্গোপাধ্যায় April 3, 2020 by TechTouchTalk Admin · Published April 3, 2020