।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অর্ণব কর্মকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নামেতে অসুখ
আমার নামের গায়ে
কিছু কাটাছেঁড়া, কিছু ব্যান্ডেজ দাগ
কিছু কিছু রয়ে গ্যাছে সেলাইয়ের
অস্ত্রের ব্যবহারে
নিষেধ করেছে কিছু গোলাপের ভাষা
কেউ শোনেনি।
তবুও শিথিল হলে দাউদাউ পূর্ণিমা-আলো
কলঙ্ক মুছে ফ্যালে চোখ—
তারপর ডাক্তারি টেবিলে
সার্টিফিকেটে দেয় সই—
ছুরি-কাঁচি লিখে দেয় নামেতে অসুখ।
আকাশ
১.
আকাশ—
তুমি কার পেছনে দৌড়াও?
আমার ভেতর সবুজ ঘাস
লাল রঙ মেখে অস্থির —
সমাজের বুকে কাকে পেতে তুমি চাও?
আকাশ—
তুমি গৌরবর্ণ হও।
২.
এখন শ্রাবণ মাস
মেঘেদের ভিড়; আকাশ তোমার রঙ কালো
দৌড়ে গিয়ে ধরতে থাকো শরৎকে—
আকাশ—
তুমি নদীটির বুকে নীল লাগাও।
ও জানে, স্বপ্ন দেখার মানে।
৩.
আকাশ—
সন্ধ্যে হলে দিনের কথা ভেবোনা
রাতের কথা ভেবো—
রাতেও অনেক শিশুর জন্ম হয়।
৪.
বয়েস কষার গণকযন্ত্র নেই;
আকাশ—
তোমার বয়স কত তবে?
আমার মাথায় চুল পাকলে
ত্বকের উপর ভাঁজ নামলে
তুমিও কি বুড়ো হবে?
আকাশ জেনো—
তোমার কোনো জন্মের দিন নেই।