ধারাবাহিক কিশোর ভৌতিক উপন্যাসে আরিফা খাতুন (পর্ব – ৩)

লুপ্ত কুঠি

আসিফ বাড়িতে ফিরে মনখারাপ করে থাকে , রজতের বাড়িতে যাওয়ার সাহস হলো না তার ।আসিফ তার বৌ রুপাকে সব ঘটনা বলে । রূপা শুনে তো বিশ্বাস করতে পারছেনা , বছর চারেক তার বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে। দু বন্ধু কাঠ কাটতে যাচ্ছে প্রায় রোজ, এমন ঘটনা কখনো ঘটেনি ।রাত তখন ১১টা বাজে আসিফ চুপ করে বসে , চোখের কোনা জলে ভিজে গেছে । রূপা – ” তুমি কিছু খেয়ে নাও , এত রাতে কি বা করবে ?কাল সকালে রাজতদাদের বাড়িতে যাবো দু’জনে ।আসিফ – ” সে তো যাবই , কিন্তু আমার বন্ধুটাকে কি বাঁচাতে পারবো? ওকে আমি যে অবস্থায় দেখেছি তাতে আসা করা যায় না ও আর বেঁচে আছে “। রূপা – ” দেখো এতো ভেবোনা, কাল সকাল হোক এখন আর কি করার আছে বলো “! ঘড়ির দিকে তাকিয়ে সেদিন রাতটা কেটেছিলো আসিফের ।

পরের দিন ভোরের আলো ফুটতে আসিফ আর রূপা, রজতের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো । তারা দুজন প্রায় ৩০মিনিট পথ অতিক্রম করে পৌঁছালো। ওমা! বাড়ির মধ্যে প্রবেশ করে তো হতবম্ভ দু’জন , এটা কি ভাবে সম্ভব ? দু’জন দুজনের দিকে মিনিট খানেক তাকিয়ে থাকে , তারপর রজতের ডাকে সম্মতি ফিরলো , তোরা ওখানে দাঁড়িয়ে কেন ? ভিতরে আয় । আসিফ -” তুই কাল কখন, কিভাবে বাড়িতে ফিরলি? রজতের বৌ রেণুকা বলে উঠলো – কেন ভাই আসিফ, ও তো কাল অনেক আগে মানে সন্ধ্যা নামার আগে চলে এসেছিলো । তোমরা কাল অনেক কাঠ একসাথে পেয়েছো বলে তাড়াতাড়ি চলে আসলে তো ! কি কাল কাঠ এনেছি? আসিফ অবাক , রূপা – “বৌদি তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে , কালতো আসিফ অনেক রাতে ফিরেছে আর কোনো কাঠতো আনেনি।”
রেনুকা- ” কি বলছো এসব , চলো কাল কত কাঠ নিয়ে এসেছে তোমার দেখাই । এই বলে রেণুকা তাদের বাড়ির পেছনের দিকে নিয়ে যায়। সত্যি কি আশ্চর্যকর ব্যাপার ! এতো কাঠ তাও এক দিনে ওরা তো কখনো আনতে পারে নি । তাছাড়া ওদের যা গাড়ি আছে তাতে করে এত কাঠ আট দশ বারে আসবে, রূপা -” আচ্ছা বৌদি , এতো কাঠ কতবার গাড়ি করে আনলো একবারে তো সম্ভব নয়? “হ্যাঁ একবারে তো ঐ গাড়িতে আনা সম্ভব নয় , কিন্তু যখন ও আসে আমি বাড়িতে ছিলাম না আর পরে জিজ্ঞাসা ও করা হয় নি ” । অন্য দিকে আসিফ , রজতকে
বার বার কালকের কথা জিজ্ঞাসা করছে ও এককথা বলে যাচ্ছে , কালতো কিছু হয় বরং কাল তারা অনেক কাঠ কাটতে পেরেছে তাই দু দিন আর যাবে না ভাবছে ।

আসিফ – “আচ্ছা একটা কথা বল রজত কাল কি তুই একা কাঠ কেটেছিস ?”
রজত – ” আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি একা একা কাঠকেটেছি ! তুই ও তো ছিলিস কি হয়েছে বলতো ?
আসিফ – ” তাহলে আমার বাড়িতে কাঠ নেই কেন ? তাছাড়া কাল যে আমি রাজবাড়িতে ঐ অবস্থায় দেখে অতো রাতে ফিরলাম বা কি করে!
রজত -“তুই কি বলছিস , রাজবাড়িতে আমরা কখন গেলাম ! আর তোর বাড়িতে তো অনেক কাঠ রেখে আসলাম , নেই কি করে বলছিস । চলতো দেখে আসি।
রুপা -” সত্যি দাদা কাল ও অনেক রাতে বাড়িতে ফিরেছে আর কাঠ ও আনেনি, বিশ্বাস না হলে চলুন “।

চলবে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।