|| আগমনী সংখ্যায় || অমলেন্দু কর্মকার

কারিগরী জারিজুর
বিশ্বকর্মা আসছে দেখে
ট্রাফিকটা পথ আটকে রাখে ,
চেঁচিয়ে বলে-” হাতিতো ‘নট্ এলাও’ |
হাতির ভরে ভাঙলে এ ব্রিজ,
আমি সাসপেণ্ড নয়তো বা ফ্রিজ-
পেনসনটাও যাবে , যাবে তোলাও” |
সবাই বলে- “সার্জেন্ট স্যার,
অর্ডার তো নেই কুড়ি চাকার ;
আরে ! ইনি তো বিশ্বকর্মা দেব !!
নজর যদি দিয়েই থাকেন,
দেব দেবতায় ভরসা রাখেন,
ভগবানকেও শেখান ‘লাইফ্-সেভ্’ ” !!!
লোক জমে যায় এক নিমেষে;
বিশ্বকর্মা নামেন শেষে-
শান্তগলায় দিলেন অভয় বাণী…
“ভাঙাগড়ার কারিগরে-
রুধবি কোথায় ? অবোধ ওরে-
বিশ্বভূবন আমার কাছে ঋণী”