T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অমলেন্দু কর্মকার

পোষ পাবণের পালা

কোথাও চলে চড়ুইভাতি
মরা নদীর কূলে;
কোথাও চলে পিকনিক ট্যুর
সাগর, পাহাড় কোলে।
বন্দী জীবন মুক্ত হয়ে
ইচ্ছে মতন ছোটে;
পৌষ পার্বণ নলেন গুড়ে
পায়েস পুলি-পিঠে।
খেজুর রসে চুমুক দিয়ে
এই বাঙালি হাসে;
মকর স্নানের অপেক্ষা শেষ
পূণ্য লগন আসে।
উদাস বাতাস দরজা খুলে
বসন্ত দেয় উঁকি;
শিমুল পলাশ আড়মোড়া দেয়
নেয়না কোনো ঝুঁকি।
সবাই গাঁথে নিজের মতো
একটু খুশির মালা;
একঘেয়েমি কাটায় শেষে
পোষ পাবণের পালা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।