প্রয়াত অরুন জেটলি, শোকাহত দেশবাসী

প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। সেখান থেকেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়,তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নয়াদিল্লির এইমসের ভর্তি ছিলেন৷ পরে অবস্থা আরও খারাপ হলে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ কিন্তু ধীরে ধীরে অকেজো হয়ে পড়তে থাকে তাঁর হৃদযন্ত্র ও ফুসফুস৷ এবং সমস্ত চেষ্টা ব্যর্থ করে শনিবার ২৪ আগস্ট, ২০১৯,দুপুর বারোটা সাত মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পেশায় আইনজীবী ,প্রথম মোদি সরকারের অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান এই বিজেপি নেতা ছিলেন অরুন জেটলি৷ প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর পর, আরও এক নক্ষত্র পতন ঘটল ভারতীয় রাজনীতিতে৷ রাজনৈতিক মহলে তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।