|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় আহাদুর জামান

আগমনী
দীর্ঘ রজনীর আঁধার শেষে আবছা আলোকের ঝর্ণধারায় মাখামাখি হচ্ছে প্রকৃতি_
পূর্ব আকাশে ধীরে ধীরে রক্তিম পরশ বুলিয়ে দিচ্ছে রবির নব কিরণ……
দিগন্ত বিস্তৃত সুভ্র কাশবনে ছড়িয়ে যাচ্ছে মনকাড়া খিলখিল হাসির ঝর্ণা।।
দূর্বা দলে আবিল সোহাগ মাখিয়ে দিয়েছে ভোরের বিন্দু বিন্দু শিশির কণা;
টুপ টুপ করে মতি সাজাচ্ছে।
স্নিগ্ধ জলাশয়ে একটু একটু করে চোখ মেলছে পদ্ম পাপড়ি।।
শিশির স্নাতা তুলসী মঞ্চে ছোঁয়া দিয়ে গেল আগমনী_
বাংলার মেঠো পথের অঙ্গন ভরে আলপনা এঁকেছে সুন্দরী শিউলি রানী।।
তার আঘ্রানে মাতোয়ারা সুভ্র শরৎ সকাল;
আগমনীর আনন্দ বার্তা পাঠিয়ে দিয়েছে
প্রকৃতির মন মন্দিরের কোণে কোণে।
শিশির মাখা শিউলি বিছানো পথ বেয়ে….
ভেসে আসবে মন মাতাল করা সেই পুরাতনী সুর
“শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী।।
শিউলি ঝরানো দিন আনে সে চিরদিনের বাণী ভোরের আগমনী”।।