কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

দৃশ্যরূপ

 


একরূপ থেকে অরূপে ~
অলৌকিক ÷ অলোক = শূন্যতা
শূন্যতা × মনস্তাপ = বিচ্ছুরণ

এখন ভিন্নরূপে হাসছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

 


উন্মূল শিকড়ের টানে নোঙড় ~
একটি শূন্যের মায়ায় গড়া হাসির বিচ্ছুরণ ~

 


সপ্তম আকাশ থেকে বেড়িয়েই দেখা ~

তুমি কিংবা তার সাথে

অথবা সেও হতে পারে

একটি বোতল থেকে মুক্তি পাচ্ছে আনন্দ
এতো উচ্ছ্বাস × আবেগ =?

 


একটা ‘?’য় লুকিয়ে
অজস্র অজানা

তাকে ভাঙলেই আকাশ

বিন্দু বিন্দু বিন্যাস ছড়ায়~

 


শব্দের প্রিজম
বহুরৈখিক আলো জ্বালে

অঙ্কুরিত অজস্র ফসল

ফসলের আনন্দে ইঁদুরের ডানা ~

 


ডানায় ঘুমিয়ে শব্দভেদী বাণ
নদীর বুকে এঁকেছে কার হাত

কার উদ্দেশ্যে পায়ের আগমন

পালক খসে ~
পলক পড়ে পাতায় পাতায়~

 


পাতাগুলো বাতাসের সংস্পর্শে ~

মহিমান্বিত দৃশ্যের অবয়ব পোশাক খোলে ~

জানালায় দিব্যদর্পণ
মোক্ষের দিকে উড়ে যায় শুকনো লতাপাতা

 


এই সপ্তলোকে আমার অপূর্ণ অধিষ্ঠান
তুমি চলে যাওয়ায় কাঙাল ~

দূর থেকে তোমার অনুভবে
বেঁচে ওঠে

কয়েক প্রজন্ম লুকিয়ে রাখা গাঢ় ঘুমের অন্তরাল ~

 


আছে আবার নেই
আলোছায়া এই

পেন্ডুলামের পরাবাস্তবতায় ~

দোলনায় শৈশব

বধির যৌবন
অন্ধ সময়ে
হাতড়ে চলেছে স্ফূলিঙ্গ

 


সব স্ফুরণ গলিত দেহে মেখে
হাওয়ার বৈরাগ্য ~

নেচে ওঠে দ্বৈপায়ন
হাজার হাজার রাধার প্রেমে
গলছে আইসক্রিম

আর এই ঠান্ডা মরসুমে
বাতাস বড়োই উদ্বিগ্ন পাখির ডানায়

 

১০
যে পাখির ঘর নেই
ঘরহীন আকাশ
খোলা উন্মূল মগ্নতা

দরবেশ আসে
জানালা খুলে দেয় আকাশের ~

 

১১
এক অভিন্ন চৈতন্যের ছায়াপথ
চোরা জানালায়

দৃষ্টি নন্দিত আলোয়
তোমার প্রতিরূপ পরিব্যাপ্ত

পাথরের গভীরে দৃশ্যের অবভাস

অজানা জানালা খোলে~

Spread the love

You may also like...

error: Content is protected !!