T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় আমিনুল ইসলাম

বিষদাঁত
১|
চারিদিকে ফাটাফুটো আনন্দের চুনকাম
ঝুলপড়া জংধরা এই নগরোন্নয়নের
বিভিন্ন পাখায় নতুন হাওয়া নতুন সুগন্ধ আঃ হাঃ
দেখছি চাঁটছি কৃতজ্ঞতায়
আমাদের তুলতুলে টুকটুকে স্বপ্নের তা-এ
এক জগৎ জননী মন্ত্রমুগ্ধ মোহময়
২|
জন্ম থেকে মৃত্যু খুঁটে খাওয়ার অভিশাপ
এই পাপ-ত্রিতাপ জগৎ-সংসার
আমি তো আর নই লাট লাটের বাঁট
ধরে নাই ~
ভুতের খেলায় বরফ জমে
অন্ধকার জমজমাট
চোখে পুরুষ্টু ঘষামাজা কাঁচ
সব অস্পষ্ট, দেখতে না পাওয়ার ভণিতায়
মাছের আঁশটে দাগ
মায়ের তলপেটে-বুকে-স্তনে চার দিগন্তে
ঊরু থেকে ভুরুর ভুলভুলাইয়া
সব নিয়ে নিয়ম করে বসছে হাট
৩|
গণ্ড মুর্খের মতোই আমার বিদ্যাবুদ্ধি
শুদ্ধ-অশুদ্ধ বিচারবোধ
বিবেক, বিষধর-ফণায় তলিয়ে সব তল্লাট
মাঝির হাতে নেই হাল
হাওয়ায় হাওয়ায় আমার অক্ষমতা, বেহাল ~
ফুল ও শয্যা, বিশিষ্ট- অবশিষ্ট নয়
বিষও নয় কখনও…