কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

ডেমোক্রেসি এবং
১.
পারফেক্ট ডেমোক্রেসির উপর গোল্ড প্লেটিং
অঢেল আয়োজন
নেকড়ের শূন্য পকেট
উপমায় ব্রেস্ট খোলা হাওয়ার পাশওয়ার্ড
ডিকোড হচ্ছে
ঊরু সন্ধিতে চাঁদ ডুবছে
শুকনো সমুদ্রে ভরা হাহাকার ঠেলে
উঠছে ডলফিন
নৌকো অবুঝ শামুকের পেটে খুঁজছিল আশ্রয়
২.
এ-আশ্রম জমাট
স্বপ্নের ভেতর ডানা ভাঙা পাখি
পরাশ্রয় নিজভূমে পরজীবি
জর্জরিত চিতার দহন
বিনয়ের ভুখণ্ডে অতৃপ্ত অখন্ড বাতাস
জৌলুস তুলেছে
পৃথিবী থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস
মাথায় নক্সা কাটছে প্যাঁচা
আপামর রাত স্থায়ী; বিভোর পরোয়ানা
ডোমের ঘরে ছুঁচসুতোর পোস্টমর্টেম
মদ ও মাংসের থলে লটকে আছে হাওয়ায়~
৩.
দেশপ্রেমে কয়েক ফোটা আকন্দ আঠা
আঠারো পেরিয়ে কখনও পিছনে
আবার কখনও মুখোমুখি যেভাবে যখন
মুখস্ত কাকের ঠোঁটে
অনুশীলন ক্যাম্পের অজ্ঞাতনাম
৪.
তারা আপস করেনা তবু জানে
লেজে পা দিলে নাটবোল্ট ফস্কে যাওয়ার~
হাতুড়ির আঘাত থেকে মাথা সাবধান
সাড়াশি কব্জা শিকল যন্ত্রপাতি ছিল হাতেই
শূন্য এখন, দশমিকের ডান ও বাম
ওজনের দুই প্রান্ত হাসছে ~
৫.
ডেমোক্রেসি তন্দ্রাচ্ছন্ন
জিরো ওয়াটে চকচক
নেমে যেতে যেতে সুড়ঙ্গ গভীর
সব পরখ করলে বমি পায়