কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

ডেমোক্রেসি এবং

১.
পারফেক্ট ডেমোক্রেসির উপর গোল্ড প্লেটিং
অঢেল আয়োজন
নেকড়ের শূন্য পকেট
উপমায় ব্রেস্ট খোলা হাওয়ার পাশওয়ার্ড
ডিকোড হচ্ছে
ঊরু সন্ধিতে চাঁদ ডুবছে
শুকনো সমুদ্রে ভরা হাহাকার ঠেলে
উঠছে ডলফিন
নৌকো অবুঝ শামুকের পেটে খুঁজছিল আশ্রয়
২.
এ-আশ্রম জমাট
স্বপ্নের ভেতর ডানা ভাঙা পাখি
পরাশ্রয় নিজভূমে পরজীবি
জর্জরিত চিতার দহন
বিনয়ের ভুখণ্ডে অতৃপ্ত অখন্ড বাতাস
জৌলুস তুলেছে
পৃথিবী থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস
মাথায় নক্সা কাটছে প্যাঁচা
আপামর রাত স্থায়ী; বিভোর পরোয়ানা
ডোমের ঘরে ছুঁচসুতোর পোস্টমর্টেম
মদ ও মাংসের থলে লটকে আছে হাওয়ায়~
৩.
দেশপ্রেমে কয়েক ফোটা আকন্দ আঠা
আঠারো পেরিয়ে কখনও পিছনে
আবার কখনও মুখোমুখি যেভাবে যখন
মুখস্ত কাকের ঠোঁটে
অনুশীলন ক্যাম্পের অজ্ঞাতনাম
৪.
তারা আপস করেনা তবু জানে
লেজে পা দিলে নাটবোল্ট ফস্কে যাওয়ার~
হাতুড়ির আঘাত থেকে মাথা সাবধান
সাড়াশি কব্জা শিকল যন্ত্রপাতি ছিল হাতেই
শূন্য এখন, দশমিকের ডান ও বাম
ওজনের দুই প্রান্ত হাসছে ~
৫.
ডেমোক্রেসি তন্দ্রাচ্ছন্ন
জিরো ওয়াটে চকচক
নেমে যেতে যেতে সুড়ঙ্গ গভীর

সব পরখ করলে বমি পায়

বিলাসবাগানের মালি; প্রতিনিধি জনতার
শব্দ দূষণ। দু’কানকাটা লাউডস্পিকার
সেহেতু তাঁর সময় নেই; অন্যের কথা শোনার
৬.
সুতরাং আমরা খায়-দায় মাখি তেল
আনন্দ আনন্দ খেলায় মেতে উঠলাম
নিরেট টাকা-মাটি; মাটি ও টাকাই
ঈশ্বরের নামে- নিজেই নিজেকে ভাঙি
ঠক্ জোচ্চর পুঁজ-রক্ত হয়ে নর্দমায়
আসলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!
.
এসব কথায় নাক, গলে যায়
চারিদিকে দুর্গন্ধ
ছড়িয়ে ছিটিয়ে ছেলে-পুলে
মানুষ শুধু মানুষ; মান ও হুঁশ নেই
কতিপয় অজ্ঞাতনামা ধ্রুব তারা আলো দেখায়
বাদবাকি-
খেয়াল বেচে, তোলা হয়েছে দেয়াল~
নিশ্চল। অটল। ভাঙবে না…
৮.
এভাবেই আমরা নেমে এলাম
যেখানে শরীর দাহ হয়
মধ্যাহ্ন ভোজের সময় কিছু শকুন আসে
পোড়া মাংস ও মাটির গন্ধে
আত্মা শরীরে ছিল না
উদ্বায়ী, চলে গেছে ছেড়ে
ভূমিষ্ট হওয়ার সময় পরমাণু লেগেছিল চোখে
৯.
সেই থেকে এখন এবং তখনও
কালিমা লিপ্ত ঠোঁটে লিপিবদ্ধ দেয়াল
রাজা ও রাণীর
এবং
নিলাম গণতন্ত্র এই সার্বভৌমত্বে
জনগণ দিশাহীন
লালসা ছড়ানো জমিন
১০.
অথচ দীর্ঘ সময় মাথা উঁচু গাছের ভুবন
রাগ-রোষহীন
বর্ণ-গন্ধেভরা সমবেত সবুজ
গ্রামোফোন বাজানো হলে নেপথ্য ভরে ওঠে
পতঙ্গের অঙ্গন
আঙনবাড়ি বারবিঘা খেলাঘর অবুঝ…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।