|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় আমিনুল ইসলাম

টুকরো জলছাপ
১
নিমজ্জিত হতে হতে বাতাস ডুবছে-উঠছে
ইস্পাত পেশিবহুল-দৃঢ়
আয়নায় ডুবে যাওয়া সন্ধাতারা নিখোঁজ হবার সময়
কয়েকটি পিছুডাকের লতাগুল্ম জন্ম নিল…
২
নৌকার কাছে মাঝিকে ভিক্ষে চেয়ে
নদীর কলহকারণ
ডুবছে নিদ্রার ভেতর আতরের সুগন্ধি বিন্যাস
শরীরে বাউলের একতারা ঝরে
তারাখসা দেখে মাঝি চায়লেন তোকে
তুই ভুবনমোহিনী গোলাপের দিকে নিজেকে ছড়িয়ে
দিলি~
৩
কুচি কাচের দেহে পারদের প্রলেপ
এক-একটিতে ফুটে ওঠছে ডালপালা
বাঁ-চোখ। ডান-চোখ। নাক। ডান-বাঁ-কান।
ওপর ও নিচের ঠোঁটে চুঁয়ে পড়ছে মায়াবি-প্রদীপ
আর সেতারটি স্নিগ্ধ ফুলের হাসি শোনাতেই
আর একটি টুকরোয় ফুটে ওঠছে হৃদয় ~
ওখানে একগুচ্ছ রজনীগন্ধা ~
৪
নিখোঁজ সংবাদ শেষে ফুলগুলো ফিরে পাওয়া যাবে
এমন সম্ভাবনায় ডাকবাক্সে আনন্দ
দৃশ্যে নেমেছে বনলতা
কল্কি সেজেছে একমুঠো আগুন
হারানোর সময় হারমোনিয়ামটি কেঁদে উঠবে ~
৫
রাতের আলোয় তোমাকে রিভিউ করতে হলে
চোখদুটি জ্বেলে রাখে চশমা
চশমখোর গরম-মশলায় প্রসাধন সেরে নিচ্ছে চিকেন-বিরিয়ানি
মধ্যরাতের ডাইনিং রুমে কাঁটাচামচ তোমায় বর্ণনা শোনাবেন…
৬
ছিপিখোলা সৌন্দর্যে বাথটাব ভরা হলে
গোলাপের পাপড়ি ঘায়েল~
ক্যামেরা লুকিয়েছিল কৌণিক গোপনতা
সব নৌকোয় ডুবতে জানে
আর গভীর জলের ভেতর ডুবিয়ে রাখে মনোবীণা
ভাসতে ভাসতে নিজেকে হারিয়ে আবার ফিরে পাই আয়নার শরীরে ~