কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

দিনলিপি চিত্রে
কথাকলি রাজ্যে তুমি
অসাধারণ,
রঙের ছোঁয়া কিংবা
অন্য কোনো কথা
তুমি আমার রাজ্যের
ঠিকানা।
ঘুরেফিরে একটাই
তোমার মুখের অবয়ব;
আর তুমি নয়নে নিবদ্ধ
দিনলিপি চিত্রে,
নিঃসন্দেহে রোশনি বাহক
মুখে সুবার্তা আনন্দ-
পিছন ফিরে তাকাই
সেটাও কিন্তু আমার
অপুর্ব ইচ্ছা!
শরীরে সঞ্চারিত পশমি
শিশিরের টুপটাপ ফোঁটা
স্ফটিক হৃদ-পেয়ালায়
তুমি তোরন ফুলের গন্ধ
অবিরাম মধুর মায়া
হরিণী চোখের চাহনি
সপ্তক মস্তকাবরণ তুমি তুমি।।