কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

প্রেম নিবেদন গল্প
জীবন প্রারম্ভে মায়া কিংবা প্রেম
যতটুকু রচিত স্থির মস্তিকে,
সুরের মূর্ছনায় পুরো ঠিকানা ;
অজস্র শব্দ মালায় গেঁথেছি
ভালোবাসার মুগ্ধ বন্ধন।
শেষ বিকেলে অবিরত তাল,সুর,শব্দে,
উপরে-সেইটুকুই
চিরন্তন মনের ছায়া ভেসে ওঠে,
হৃদয় রঙে আমার।
যতটুকু রচিত স্থির রজনী ও ছন্দময়
আবেগ
চির ভাস্কর মুখাবয়বের বৈশিষ্ট্য তোমার,
সৃষ্ট কম্পনের ক্ষণিকের অনুভূতি
চিত্তের শান্তি তুমি।
ছোট্ট ছোট্ট কথকতা, অনুভব
আর স্বল্পতা প্রেমরাশি
বিঁধে আছে সেই শৈশব কৈশোর।
কিছু আক্ষেপ, কিছু প্রত্যাশা প্রাপ্তি,
শূণ্যে অবিরাম, আটলান্টিক ও প্রশান্ত ৷
মহাসাগর ভূত্বকের বেষ্টনীর পাশে,
সবমিলে একই সূত্রে গাঁথা জলছবি ফ্রেম।
তবু কথাগুলো ভাষা খুঁজে
অচেনা সুরে-
কথাকথান্তর স্বল্পতাপ্রেম নিবেদনে অনুভূতি,
আলো মৃয়মান লালিত কোনো দীর্ঘ পথে,
তুমি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
একই ধারায় অব্যাহত- সহস্র ঠিকানায় প্রেম নিবেদন গল্প ।।