কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

অনুধ্যানের আকাশে বর্ন
উদ্যমনাশ গুরু গৃহ মন
কষ্ট রোপণ দূর হউক!
মসৃণ মায়া সমায়াভাবে
নিস্তব্ধতা বিদীর্ণ তিয়ামাতের
শরীর –
জাগ্রত রূপে পরমানন্দ
অনুধ্যানের আকাশে বর্ন।
নহর বহে কি’বা মৃদু কুঞ্জবন
শল্য উঞ্চতা, গদগদবচন,
লেখা সহায়ক
মন-মেজাজের সংজ্ঞা!
শ্বেত শুভ্র নির্মল বাজনা
প্রথম জীবনের উপমা,
নকশা দেহতরী সুশ্রী
সুদর্শনাদের কলকাকলীতে
চারপাশ মুখরিত মুখের
অবয়ব।
নিরুপমা মুদ্রিত বিশ্বকোষ
মেলে বিজ্ঞাপন চিত্র আঁকো
স্বকীয়তা চিন্তা প্রভাত।
অজয় জয়তু হউক –
চিরন্তন সারবস্তু।।