T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ আলতাফ হোসেন উজ্জ্বল

বসন্ত মেলায় তুমি
তবুও কবিতা লেখি
ফাগুনের প্রথম ফুল
তোমার জন্য!
সেটা ফুল অথবা ডায়মন্ড
কোনটায় হাতের নাগালে
নয়,
অস্থির তোলপাড়
হৃদয়ে কাব্য শহর!
গুপ্ত পটভূমির বাঙালী
আবেগ অনুভূতি –
ফাগুনমাস।
সময় ও স্থান নেই-
সুখ দুঃখ আনন্দ বেদনা
ভালোবাসিস –
কেননা আমিতো
দীর্ঘ ফাগুনের বসন্তমেলায়
অপেক্ষার পালা
অথবা চিরকুট লিপিবদ্ধ
তোমার জন্য!
আমার রঙিন প্রস্ফুটিত ফুল
চিত্রকর ভাবনায়:
সহজাত ঔদার্যবোধ নমনীয়তা
সঞ্চালিত সম্পের্ক
তুমি আমার প্রথম বসন্তের
প্রথম জীবনের উপমা নিরুপমা
মুদ্রিত নাম।।
অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।।