কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

অণুগল্প সাধনায়
অভিমানী তার ছায়ার ছোঁয়াখানি
উঞ্চতার বারান্দায় উঁকি ঝুঁকি,
ভালোবাসা
তারই অদৃশ্য হৃদয়ে।
কবির আবেগ জাগিয়ে তোলে
ছোট্ট ছোট্ট
কবিতার বইয়ের ভূবণে,
অজানা অচেনা রহস্যময়
চিরচেনা কথা
বারবার পুনরাবৃত্তি!
সময়ের অপেক্ষায়
মসৃন মনি মুক্তা
ছড়ানো ছিটানো
সেকালের একালের
অতীত বর্তমান ভবিষ্যৎ ;
প্রজন্মের পর প্রজন্মের
সুনির্দিষ্ট লক্ষ্য অনুপ্রেরণা
ভালোবাসি তোমায়।
পাতাল পরী অতীতের,
বর্তমানে কোন মডেলিং কন্যা,
সবইতো ঠিকঠাক
রহস্যের বেড়াজাল একটাই
সৃষ্টির নরনারীর কারবার।
অণুগল্প সাধনায়
জীবনের প্রান্তিক অংশগুলো
চিরচেনা কথা ও সুর
ভালোবাসি তোমায়।।