কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল
একফালি চাঁদের আলোয়, তোমারই কথা লিখতাম
ভালো আছি তুমি কেমন আছো,
সময় কতটা নিরাপদ,
সুপ্তিকালীন অকস্মাৎ,
হৃদয়ে কাব্য লিপির ছোঁয়া আঁকে
স্মৃতিকথা,
তবুও তোমার মুখের বুলি আউড়ানো
আজোও থমকে যাই
সুখ শান্তি বহে
তোমারই অস্পষ্ট ছায়া
কোথাও যেন আমার আছো!
একা দাঁড়িয়ে বিহ্বলতার জন্ম হয় ,-
অথচ তোমাকে শুভেচ্ছা জানানো
তুমি কি শুধু অবশিষ্টাংশ;
মনের ছন্দ হবে,
না এমনিতেই আমি তুমি আমি!
কেউ হয়তো চেয়েছে,
তাঁরা ভরা কোন রাতে
প্রথম একফালি চাঁদের আলোয়
আমিও ধরে রাখতে পারিনি
তুমি যদি এমন ঠিকানা হতে
তুমি শুধু আমারই!
আমি শতসহস্র দিনলিপি
চিত্রে তোমার কথা লিখতাম।।