কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)

১. “স্বগতোক্তি ফলদায়ক”

তোমাকে এখনো ভালোবাসি
যদিবা তুমি সাতসমুদ্র,তেরো নদীর ধারে, আটলান্টিক মহাসাগরের শ্বেতপদ্ম
শ্বেতকায় বনশোভিনী
মায়াহরিণী ম-ম অট্টালিকায়।

জীবন সন্ধি বলিদানের
উত্তাল ঢেউ, খেলানো হাসি,
স্নেহময় রসজ্ঞ কামনা
তুমি ছাড়া মৌচাক মধু
মৌমাছি ফুলে ফুলে
ফেঁপে উঠছে মিথিলা অস্থিরতা।

নয়নের বদ্ধ উন্মাদ তোমারই
কামনা আরতি
সূর্য রোশনি মোর শরীর মন ছুয়ে যায়
অতএব হৃদয়ে রঙে তুমি
তেমন পাওয়া,
ভালোলাগার অপূর্ব ইচ্ছে গুলো
তুমিই তো নতুন রুপে
স্বগতোক্তি ফলদায়ক।।।

২. “এখানে ধু ধু নীল”

জলের মতো
মানুষের মন,
কিন্তু নয় নদীনালা
মতো বিশাল।
সুখ শান্তি সবাই খুঁজে,
সুখ নয়তো
নদীরঙিন শৈবালের
স্রোতের মতো।

ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি
ঘর কি আস্তো রয়?
স্বপ্ন হারিয়ে যায
যুবক যুবতীর অদম্য উচ্ছাস।

নারীর উর্বরতা শক্তি
বাঁধা মানেনা কোনো ব্রত ,
এখানে ধু ধু নীল
দিগন্ত লীন হয় আঁধারে,
অচেনা কিশোরী তরুণী
স্থান পায় ভালোবাসার
কোন সুদূর দ্বীপান্তরে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!