কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

চিরকুট কন্ঠে প্রতিধ্বনিত আমার হৃদয়
চমৎকার মধুমাখা জীবনী-শক্তি
সুধাময়ী হউক ভালোবাসা,
যত্নে অযত্নে মনের আনন্দে
বিমোহিত সাম্রাজ্যবাদী,
সর্বদা প্রফুল্লচিত্তে ছুটে থাকে!
চারপাশে হেসে ঘিরে দাঁড়িয়ে,
বিমোহিত আমার হৃদয়।।
পূর্বে ছিলে নিখিলে আমার
বর্তমানে পশ্চিমে
হৃদয়ে উদয়ে আড়িয়াল বিল;
সূর্য অস্তে আটলান্টিক
মহাসাগরের তীর্থ অনূদিত,
তীর্থ সেখানেই ছিলো, এখনো আছে সেখানেই!
তোমারই ইন্দ্রিয় বন্ধনের মায়ায,
অনুভূতি প্রকাশ –
অতীত বর্তমান ভবিষ্যৎ – একইরূপে বারবার।
শুল্ক হৃদয়ে উদয়ের যবনিকা
প্রান্তিক বা কালান্তিক ধারাবাহিকতা
বিরাজমান,
ষষ্ঠ ইন্দ্রিয় কর্তৃক গৃহীত
তোমার রূপ-যৌবন অথবা ভালোবাসা
চিরকুট কন্ঠে প্রতিধ্বনিত আমার হৃদয়।