কবিতায় পদ্মা-যমুনা তে আলামিন হুসাইন

পতিতা
কোন এক নিশী রাতে রমনী গায়ে,
অন্ধকারে ঢাকা ,দেখছি আছি।
রমনী গায়ে অপরিচিত নারী
একা একা আমি সুখ খুজি।
পৃথিবীর এই অপরিচিত গায়ে
ভালবাসা সব বিচিত্র রঙের ।
লাল নীল অভিশাপের মুখোমুখি,
অন্ধকারে সমাহিত হয়ে আছি।
চোখে ঝরে জল যেন নদীর বান,
কেমন কষ্ট ও আকুলতা তোমার
রমনী নিশীরাতে কি স্বপ্ন গাঁথ বুকে,
অন্ধকারে ভেসে বেড়াও সময়ের সঙ্গে।
হাজার তুমি তবুও থাকো অন্ধকারে,
নিভে না আলো শেয় না হয় পথ।
ক্ষণভরে জ্বলে কখনো আলোর আশা,
নিশীরাত শেষে উপাধি, তুমি পতিতা।