সাতে পাঁচে কবিতায় অভিজিৎ হালদার

হয়তো ভালোলাগা
এভাবে কেউ কখনো চলে যায়
ভালোবাসা অদ্ভুত
সমস্ত কিছুই ভালোলাগা বুঝি
মহামানবের মতো দূর পথের দিকে চেয়ে থেকে
তোমাকে খুঁজেছি চোখের তারায় বন্দী হয়ে হেমন্ত রামধনুর রং মেখে
শিশিরের জল প্রজাপতির ডানা মেলে
এসেছি তোমাকে পাওয়ার জন্য
গল্প’দের কাহিনীর পাতা জুড়ে
তোমার-আমার হৃদয়ের পরিচয়
হয়তো ভালোলাগার কথা বলে।
আমাদের এইটুকুই ভালোবাসা
ছেঁড়া পাতার ঘর বুনে
বসত করেছি হৃদপিন্ডের জমিতে
অথচ আমাদের ব্যবধান আকাশছোঁয়া
মেঘেদের মতো ফুঁড়ে ফুঁড়ে চলে যাওয়া।।