T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অনিমেষ গুপ্ত

বনফায়ারের রাতে
ফিরে আসা এবং তার পরের
গন্তব্য নিয়ে স্বপ্ন এবং বিবাদ থাকে
যুদ্ধফেরৎ পানাহার, বনফায়ারের রাতে
যৌবনবতীরা ঘুরে ঘুরে আনন্দ,
শান্তির গান গায়—
তাদের রক্তিম ঠোঁটে লাল নিশি
ঘাঘরার প্রান্তগুলি ঘাসের ওপর শুইয়ে রাখা
রাইফেলের নল ছুঁয়ে যায়।
এক আধো জাগরনে সেইসব
পুরনো মাঠ, কুসুমকলি দেখি—
জীবিত থাকার রঙ এক আশ্চর্য্য সবুজ।
মনে হয় আমরাও একদিন আমাদের ভিটে খুঁজে পাব।